এক সময়ের প্রানোচ্ছল কালের আবর্তে আজ প্রায় মৃত যৌবনা ভ্রম্মপুত্র নদীর তীরে গড়ে উঠা ফুলপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ২নং রামভদ্রপুর ইউনিয়ন।এটি ফুলপুর থেকে দুরে একটি ইউনিয়ন। এই ইউনিয়নের উত্তরে ১নং ছনধরা, দক্ষিণে ময়মনসিংহ সদর বোররচর ইউনিয়ন ,পূবে ৭নং রহিমগন্জ এবং ৩নং ভাইটকান্দী ইউনিয়ন আর পশ্চিমে নকলা উপজেলার রসন্তি ইউনিয়ন অবস্থিত। কালের স্রোতে আজ ২নং রামভদ্রপুর ইউনিয়ন সম্মুদ্ধি লাভ করেছে নানা ক্ষেত্রে যেমন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলা ধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে। ২নং রামভদ্রপুর ইউনিয়নে ১৭ টি গ্রাম রয়েছে। কিন্ত ১৯৯৮ সাল পর্যন্ত এই ইউনিয়নে গ্রাম ছিল ১০। এই ২নং রামভদ্রপুর ইউনিয়নে জন্ম হয়েছে দেশের অনেক কৃতি সন্তান।
ক) ইউনিয়নের নাম: ০২ নং রামভদ্রপুর ইউনিয়ন ।
খ) ইউনিয়নের আয়াতন- ২৯.৫০ বর্গ কিলোমিটার।
গ) ইউনিয়নের মোট লোক সংখ্যাঃ ৩০,৪৭ ৯ জন। যার মধ্যে -পুরুষ-১৫৮৪৬জন এবং নারী-১৪৬৩৩ জন।
ঘ) ইউনিয়নের গ্রামের সংখ্যা -১৭টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস