Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভা সমূহ

২নং রামভদ্রপুর ইউনিয়ন পরিষদ

ফুলপুর,ময়মনসিংহ।

 

সভার কার্যবিবরণী

সভাপতি    ঃ   রোকনুজ্জামান

                  চেয়ারম্যান, ২নং রামভদ্রপুর ইউনিয়ন পরিষদ।

সভার তারিখঃ  ৩০/০১/২০১৩ইং                                                           সভার স্থানঃ  পরিষদ কার্যালয়

সভায় উপস্থিত সদস্যগনের নাম ও পদবীঃ

ক্রমিক নং

নাম

পদবী

স্বাক্ষর

রোকনুজ্জামান

ইউপি চেয়ারম্যান

স্বাক্ষরিত

মোছাঃ সোলেমান বেগম

ইউপি সদস্য

স্বাক্ষরিত

মোছাঃ রাশিদা খাতুন

,,

স্বাক্ষরিত

মোছাঃ সুফিয় বেগম

,,

স্বাক্ষরিত

মোঃ রবিকুল ইসলাম

,,

স্বাক্ষরিত

মোঃ রহুল আমীন

,,

স্বাক্ষরিত

মোঃ খলিলুর রহমান

,,

স্বাক্ষরিত

মোঃ হাবিবুর রহমান

,,

স্বাক্ষরিত

মোঃ  মোসলেম উদ্দিন

,,

স্বাক্ষরিত

১০

মোঃ মজিবর রহমান

,,

স্বাক্ষরিত

১১

মোঃ খলিলুর রহমান

,,

স্বাক্ষরিত

১২

মোঃ জুলহাস উদ্দিন

,,

স্বাক্ষরিত

১৩

মোঃ উসমান

,,

স্বাক্ষরিত

 

আলোচ্য বিষয়ঃ

০১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।

০২। ২০১২-২০১৩ইং অর্থ বছরের এলজিএসপি কর্মসূচি’র বরাদ্দ প্রসঙ্গে আলোচনা।

০৩।  ট্যাক্স আদায় ও আদায়কৃত অর্থে স্কিম গ্রহন প্রসঙ্গে।

০৪। ভুমি হস্তান্তর কর বাবদ প্রাপ্ত অর্থে স্কিম নির্বাচন প্রসঙ্গে।

০৫। বিবিধ।

 

         অদ্য ৩০/০১/২০১৩ইং রোজ বুধবার কোরাম হওয়ায় অত্র ২নং রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের সভা জনাব রোকনুজ্জামান, চেয়ারম্যন, ২নং রামভদ্রপুর ইউনিয়ন পরিষদ এঁর সভাপতিত্বে আরম্ভ করা হয়। প্রারম্ভে সভাপতি মহোদয় সংশিস্নষ্ট সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আলোচ্য সুচি অনুযায়ী আলোচনার জন্য আহবান জানান।

                                               

          ১নং আলোচ্য বিষয়ে বিগত সভার কার্যবিবরণী সভায় পাঠ করে শুনান হয়। পাঠামেত্ম কোন আপত্তি না থাকায় উক্ত সভার কার্যবিবরণী সর্যন্তসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

 

           ২নং আলোচ্যবিষয়ে চেয়ারম্যান সাহেব জানান যে, ২০১২-২০১৩ইং অর্থ বছরের দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট- এর আওতায় অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ড হতে গৃহীত স্কিম সমুহ উপজেলা বিজিসিসি কমিটিতে দাখিল করা হয়েছে। তিনি আরো জানান যে, আলোচ্য অর্থ বছরে উক্ত কর্মসূচির আওতায় প্রথম কিসিত্মতে ৩,০১,০০০/- টাকা ব্যাংক হিসাবে জমা হয়েছে। আশাকরি বিজিসিসি কমিটির সভার পরামর্শক্রমে অতি শীঘ্রই শুরম্ন করা যাবে।

     

         ৩নং আলোচ্যবিষয়ে চেয়ারম্যান সাহেব সভায় জানান যে,চরগোয়াডাঙ্গা  দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জনাব --- উক্ত মাদ্রাসার মাঠ ভরাটে অর্থ প্রদানের জন্য আবেদন করেছেন এবং আমিও উক্ত মাদ্রাসা সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয়তা অনুভব করেছি।

         সভায় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য জনাব মোসলেম উদ্দিন যে, আমার ৫নং ওয়ার্ডের অন্তর্গত ধর্মীয় শিক্ষার সংমিশ্রনে প্রথম শ্রেণি থেকে মাধ্যমিক শিক্ষার এই দাখিল মাদ্রাসাটি ইউনিয়নের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসার মাঠ ভরাট কাজে বরাদ্দ অতীব সমীচিন।  সভায় এ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করে ইউপি’র ট্যাক্স আদায় হতে ৩০,০০০/-ত্রিশ হাজার টাকা বরাদ্দ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সভাপতি অনুকুলে এই টাকা ছাড় করার জন্য চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করা হয় এবং যাহা সর্যন্তসম্মতিক্রমে অনুমোদিত হয়।

 

           ৫নং আলোচ্য বিষয়ে চেয়ারম্যান সাহেব সভায় জানান যে, ইতি মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফুলপুর এঁর নিকট হতে ভুমি হস্তান্তর কর বাবদ ১,০০,০০০/=টাকা পাওয়া গিয়েছে এবং তিনি উক্ত অর্থে স্কিম গ্রহনের জন্য প্রস্তাব করেন। সভায় উত্থাপিত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং আলোচনামেত্ম উক্ত অর্থে নিমেণাক্ত শিরোনামে এবং স্থান সমুহে নলকুপ স্থাপনের জন্য  সিদ্ধান্ত হয় এবং এবং স্কিমটি বাস্তবায়নের জন্য নিমণলিখা অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়; যাহা সর্যন্তসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।

 

স্কিমের নামঃ  ইউনিয়নের বিভিন্ন স্থানে নলকুপ স্থাপন।

           

  স্থান সমুহঃ

১। মজিদ  মাষ্টারের খামারের মোড় নলকুপ স্থাপন।

২। চরবাহাদুরপুর হাজী বাড়ি পান্জেখানায় নলকুপ স্থাপন ।

৩। রামভদ্রপুর পাঞ্জেখানা সংলগ্ন নলকুপ স্থাপন।

 

স্কিম বাস্তবায়ন কমিটি

ক্রমিক নং

নাম

পদবী/পরিচয়

কমিটিতে পদবী

০১

মোছাঃ সুফিয়া খাতুন

ইউপি সদস্য-৪,৫,৬নং ওয়ার্ড

সভাপতি

০২

মোছাঃ  রাশিদা বেগম

ইউপি সদস্য-৭,৮,৯নং ওয়ার্ড

সদস্য-সচিব

০৩

খলিলুর রহমান

ইউপি সদস্য, ৩নং ওয়ার্ড

সদস্য

০৪

মোঃ মহিদুল ইসলাম

পিতা- , সাং- চরবাহাদুরপুর

সমাজকর্মী

সদস্য

০৫

মোঃ আব্দুল জলিল

পিতা- মৃত বাবর আলী, সাং- চরবাহাদুরপুর

সমাজকর্মী

সদস্য

 

            অদ্য আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত ঘোষণা করেন।

 

 

 

 

            (রোকনুজ্জামান)

               চেয়াম্যান

   ২নং রামভদ্রপুর ইউনিয়ন পরিষদ

       ফুলপুর,য়মনসিংহ।